ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

শাহজালালে ৫ যাত্রীর কাছ থেকে এক কোটি টাকার স্বর্ণ উদ্ধার


প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


শাহজালালে ৫ যাত্রীর কাছ থেকে এক কোটি টাকার স্বর্ণ উদ্ধার

   

স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় এক কোটি ৬ লাখ টাকা মূল্যের ২ কেজি ১৩৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে পৃথক ফ্লাইটে আসা ৫ জন যাত্রীর কাছ থেকে এসব সোনা উদ্ধার করা হয়।

কাস্টমস হাউজের ডিসি সাজ্জাদ হোসেন বলেন, দুপুরে পৃথকভাবে ৫ ফ্লাইট ঢাকায় আসে। এরমধ্যে একটি ফ্লাইট আসে কোলকাতা থেকে। ওই ফ্লাইটে (নং-এসজি৭৬) মমতাজ বেগম ও আয়েশা বেগম আসেন। গ্রীন চ্যানেল পার হওয়ার পর তাদের আটক করে তল্লাশী করে তাদের কাছ থেকে ৯৬৮ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়। 

এছাড়া তিনজন যাত্রীর কাছ থেকে ২৩৪ গ্রাম ওজনের ২টি চুড়ি, ১০০ গ্রাম ওজনের চেইন ও ৮৩৪ গ্রাম ওজনের ৮টি সোনার বার পাওয়া যায়।

সাজ্জাদ হোসেন জানান, উদ্ধার হওয়া সোনা জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাস্টমস আইনে মামলা হয়েছে। যাত্রীদের আটক করা হয়।


   আরও সংবাদ