ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ ভাদ্র ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

ভেজাল বিরোধী অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৯৯ লাখ টাকা জড়িমানা করেছে র‍্যাব-১০


প্রকাশ: ২৫ এপ্রিল, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


ভেজাল বিরোধী অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৯৯ লাখ টাকা জড়িমানা করেছে র‍্যাব-১০

   

স্টাফ রিপোর্টার : রাজধানীর সূত্রাপুরে ফরাশগঞ্জ সিটি আইস এন্ড কোল্ড স্টোরেজ এ রক্ষিত হিমাগারে মেয়াদোত্তীর্ণ, নষ্ট ও পঁচা ১১০ টন খেজুর জব্দ করেছে র‍্যাব-১০। এসময় সংরক্ষণ করার দায়ে ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৯৯ লাখ টাকা জড়িমানা এবং একজনকে দুই বছর কারাদণ্ড দিয়েছে র‍্যাবের ম্যাজিষ্ট্রেট সারোয়ার আলম।

শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় র‍্যাব-১০ এর লালবাগ কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান বিএন নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রমজানের পবিত্রতা রক্ষার্থে বিভিন্ন আইস কোল্ড ষ্টোরেজ (হিমাগার) এবং প্রতিষ্ঠান পঁচা মেয়াদোত্তীর্ণ এবং বিভিন্ন কোম্পানীর সীল নকল করে। তারা বিভিন্ন প্রকারের প্রতারণার আশ্রায় নিয়ে বাজারজাত করছে যা মানুষের জন্য ক্ষতিকর কারণ হয়ে দাড়াতে পারে। তার প্রতিরোধ করার জন্য র‍্যাব-১০ এর পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।
 
আনিসুজ্জামান জানান, ফরাশগঞ্জ সিটি আইস এন্ড কোল্ড ষ্টোরেজ এর মালিক, আহনাফ ইন্টারন্যাশন্যাল ও আরাদ ইন্টারন্যাশন্যাল কোম্পানীতে মোবাইল কোর্ট পরিচালনা করে। এসময় নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৬, ২৯ ও ৩২ ধারায় ব্যবস্থা গ্রহণ করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


   আরও সংবাদ