ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

শ্রীলংকা ও ভারতে সফর শেষে দেশে ফিরেছে সমুদ্র অভিযান


প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


শ্রীলংকা ও ভারতে সফর শেষে দেশে ফিরেছে সমুদ্র অভিযান

   

স্টাফ রিপোর্টার : বন্ধুপ্রতিম দেশ শ্রীলংকা ও ভারতে প্রশিক্ষণ সফর শেষে দেশে ফিরেছে নৌবাহিনী যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ "সমুদ্র অভিযান" দেশে ফিরেছে। 

জাহাজটি চট্টগ্রাম নৌ-জেটিতে আগমন করলে নৌবাহিনীর প্রচলিত প্রথা অনুযায়ী সু-সজ্জিত বাদক দল বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে তাদেরকে স্বাগত জানায়। 

এ সময় কমান্ডার বিএন ফ্লিট রিয়ার এডমিরাল 
মোহাম্মদ নাজমুল হাসানসহ স্থানীয় নৌ কর্মকর্তা, নাবিক এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও 
নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। 

সফরের অংশ হিসেবে জাহাজটি গত ৭ থেকে ১০ সেপ্টেম্বর শ্রীলংকার কলম্বো বন্দরে এবং ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের বিশাখাপত্তম এ অবস্থান করে। 
শ্রীলংকা ও ভারতে অবস্থানকালে বানৌজা সমুদ্র অভিযানের অধিনায়ক কমান্ডার এম জহিরুল ইসলাম দেশ দু’টির উচ্চ পদস্থসামরিক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

সফরকারী জাহাজের নৌ সদস্যগণ দুই দেশের নৌবাহিনীর জাহাজ পরিদর্শনসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। পাশাপাশি দেশ দুটির নৌবাহিনীর কর্মকর্তাগণ বানৌজা সমুদ্র অভিযান পরিদর্শন করে। 

উক্ত প্রশিক্ষণ সফরে অংশ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর নবীন কর্মকর্তা, ক্যাডেট ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়। 

উল্লেখ্য, প্রশিক্ষণ সফরে জাহাজটি গত ১ সেপ্টেম্বর চট্টগ্রাম নৌ-জেটি ত্যাগ করে।


   আরও সংবাদ