ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবাসহ ৮ মায়ানমার নাগরিক আটক


প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবাসহ ৮ মায়ানমার নাগরিক আটক

   

স্টাফ রিপোর্টার : টেকনাফ সেন্টমার্টিন্সের দক্ষিণে গভীর সমুদ্রে বিশেষ অভিযান চালিয়ে ৬ কোটি টাকা মূল্যের ২ লাখ পিস ইয়াবাসহ ৮ মায়ানমার নাগরিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর মিডিয়া কর্মকর্তা লে: বিএন হায়াত ইবনে সিদ্দিক স্বাক্ষরিত এক প্রস বিজ্ঞতিতে এসব তথ্য জানানো হয়।

তিনি বলেন, গতকাল গভীর সমুদ্রে একটি সন্দেহভাজন বোট তল্লাশি ২ লাখ পিস ইয়াবাসহ ৮ মায়ানমারের নাগরিককে আটক করা হয়। 

আটককৃতরা হলেন- দলিয়া (২০), রবি আলম (১৯), আলম (২৫), শফিকুল (২৮), নূর (২৫) নূরে আলম (৪০), আলী আহম্মদ (২০) ও নুরুল আমীন (২৫)। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ও  ইঞ্জিন চালিত কাঠের বোট জব্দ করা হয়।

প্রথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা সকলেই মায়ানমারের আকিয়াব জেলার অধিবাসী। ইয়াবাগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে তারা সমুদ্রে অবস্থান করছিলেন।
 
কোস্ট গার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, চোরাচালান নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কোস্ট গার্ড জিরো টলারেন্স নীতি অবলম্ব করে অভিযান অব্যাহত রেখেছে।

গ্রেফতারকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। 


   আরও সংবাদ