ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ ভাদ্র ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

য‌শো‌রে মাছ চু‌রির অ‌ভি‌যো‌গে কৃষককে পি‌টি‌য়ে হত্যা


প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


য‌শো‌রে মাছ চু‌রির অ‌ভি‌যো‌গে কৃষককে পি‌টি‌য়ে হত্যা

   

য‌শোর থেকে খান সাহেব : যশোরে মাছ চুরির অভিযোগ এনে শাহ আলম (৪১) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় জিল্লুর রহমান (৪০) নামে আরেকজন গুরুতর আহত হয়েছে। 

আহত জিল্লুর রহমান যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

রোববার দিবাগত রাত ১১টা থেকে তিনটার মধ্যে যশোর সদর উপজেলার কচুয়া মধ্যপাড়া গ্রামের বিলে এই ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার জিল্লুর রহমান অভিযোগ করেছেন, রাত ১১টার দিকে তিনি ও শাহ আলম ধানেরক্ষেতে পানি দিতে যান। সেই সময় হামিদপুর এলাকার আরমানের নেতৃত্বে ছয়জন লাঠিসোটা নিয়ে তাদের ঘেরাও করে মারপিট শুরু করে। 

মারপিটের কারণ জানতে চাইলে তারা বলে- ’তোরা আমাদের মাছের ঘের থেকে মাছ চুরি করেছিস।’ আমাদের কোনো কথা না শুনে ৩-৪ ঘণ্টা দফায় দফায় মারপিট করতে থাকে।

ভোরবেলায় আরমান বলে, তুই পায়ে হেঁটে বাড়ি যেতে পারবি? না হলে মোবাইল করে বাড়ির লোকজন ডাক। তখন শাহ আলমের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় এতই আঘাত করা হয়েছে যে, সে অর্ধমৃত অবস্থায় পড়ে ছিল। পরে ভ্যানরিকশায় করে তাদের বাড়ির নেওয়ার পথে শাহ আলমের মৃত্যু হয়।

জিল্লুর রহমান বলেন, ‘পরিবারের লোকজন পরে আমাকে হাসপাতালে ভর্তি করে দেয়।’

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সফিউল্লাহ সবুজ জানান, জিল্লুর শরীরে চাপা আঘাত করা হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত।

যশোর সদরের নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোর্তজা বলেন, ‘খবর শুনে ঘটনাস্থলে যাই। শাহ আলম নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কী কারণে, কারা এবং কেন তাকে হত্যা করেছে- পুলিশ তা খতিয়ে দেখছে।’


   আরও সংবাদ