ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

ববিতে প্রতি আসনে লড়বে ৩৫ শিক্ষার্থী


প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


ববিতে প্রতি আসনে লড়বে ৩৫ শিক্ষার্থী

   

ববি থেকে খালিদ হাসান : বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) স্মাতক ১ম বর্ষের ২০১৯-২০২০ সেশনের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীত লড়বে ৩৫ জন।

এবার সর্বমোট তিনটি ইউনিটে আবেদন পড়েছে ৪৯ হাজার ৯৫৬জন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়টি নিশ্চিত করেছে।

গত ১লা সেপ্টেম্বর থেকে শুরু করে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি আবেদনের সময়সীমা দেওয়া হয়।
টাকা জমাদানের শেষ তারিখ (২৬ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ অক্টোবর।

উল্লেখ্য, ‘ক’ ইউনিটে আসন সংখ্যা সর্বমোট ৫৮০টি (বিজ্ঞান ও প্রকৌশল এবং জীববিজ্ঞান অনুষদ), ‘খ’ ইউনিটে আসন সংখ্যা সর্বমোট ৫৬০টি (কলা,সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) ও ‘গ’ ইউনিটে সর্বমোট আসন সংখ্যা ৩০০টি (বিবিএ অনুষদ)। সর্বমোট তিনটি ইউনিটের আসন সংখ্যা ১ হাজার ৪৪০টি।


   আরও সংবাদ