ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ ভাদ্র ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

ঢাবিতে শিক্ষার্থীকে পেটানোর ঘটনায় ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার


প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


ঢাবিতে শিক্ষার্থীকে পেটানোর ঘটনায় ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার

   

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে স্ট্যাম্প দিয়ে পেটানোর  ঘটনায়  ছাত্রলীগের এক কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত 
 ঐ ছাত্রলীগ কর্মী বিশ্ববিদ্যালয়ের বিজয় '৭১ হল এবং পালি ও বুদ্ধিস্ট বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।  

রোববার (২৯ সেপ্টেম্বর) রাব্বি আহমেদ নামের ওই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিজয় একাত্তর হল প্রশাসন।

প্রভোস্ট অধ্যাপক ড. এ জে শফিউল আলম ভূঁইয়া সাক্ষরিত এক নোটিশে এই সাময়িক বহিষ্কারাদেশ দেয়া হয়। একইসঙ্গে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না জানতে চেয়ে তিনদিনের কারণ দর্শাতে বলা হয়েছে।

এর আগে ছাত্রলীগের কর্মসূচিতে অংশ গ্রহণ না করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ১২টার দিকে বিজয় একাত্তর হলের গেস্ট রুমে ওই শিক্ষার্থীকে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ হল শাখা ছাত্রলীগের বিরুদ্ধে।

ভোক্তভুগী ওই শিক্ষার্থীর নাম রানা আখন্দ।‌ সমাজ কল্যাণ ও গ‌বেষণা ই‌নিস্টি‌টিউটের ১ম ব‌র্ষের ছাত্র। 

রানাকে স্ট্যাম দিয়ে পেটানোর অভিযোগ ছাত্রলীগ কর্মী রাব্বি আহমেদের বিরুদ্ধে। 
অভিযুক্ত ও অভিযোগকারী দুজনই ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়ের অনুসারী বলে জানা যায়।


   আরও সংবাদ