ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রামে শিশুসহ একই পরিবারের পাঁচ জন দগ্ধ


প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


চট্টগ্রামে শিশুসহ একই পরিবারের পাঁচ জন দগ্ধ

   

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের আগুনে দগ্ধ হয়ে শিশুসহ একই পরিবারের পাঁচ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টায় এঘটনা ঘটে। একই ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটায় নুরুল ইসলাম ছোটনের মৃত্যু হয় বলে জানা গেছে

দগ্ধকৃতরা হলেন- মৃত নুরুল ইসলাম ছোটনের স্ত্রী জুবাইদা আক্তার কলি (৩০) ও ছেলে এজাজ (৩) বোন সেলিনা আক্তার কলি (৩০) ও তার ছেলে আজবির হোসেন (১৩) ও তার মা মনোয়ারা বেগম (৬৫)।

দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরে সেখান থেকে রাত সাড়ে ৮টায় ঢামেকে নিয়ে আসেন স্বজনরা।

মৃত নুরুল এর খালাতো ভাই ফয়সাল জানান, সকালে বাসায় সবাই একসঙ্গে চা খাওয়ার সময় হঠাৎ বিকট শব্দে আগুন ছড়িয়ে পড়ে এতে তারা দগ্ধ হয়।

ঘটনার সততা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল খান জানান, বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

দগ্ধরা চট্রগ্রামের চান্দগাঁও থানার বহদ্দার পুকুর পাড় এলাকায় বাদশা চেয়ারম্যান ঘাটার মুহিত সওদাগর ভবনের চতুর্থ তলায় পরিবারের সবাই থাকতো।


   আরও সংবাদ