ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

শাহজালালে দেড় কোটি টাকার স্বর্ণ ও মোবাইল উদ্ধার


প্রকাশ: ১ অক্টোবর, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


শাহজালালে দেড় কোটি টাকার স্বর্ণ ও মোবাইল উদ্ধার

   

স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেড় কোটি টাকা সমমূল্যের ২ কেজি ৪০০ গ্রাম ওজনের সোনা ও ১০০টি মোবাইল ফোন সেট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ।

বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় বিমানবন্দরের গ্রীন চ্যানেল থেকে এসব সোনা ও মোবাইল ফোন উদ্ধার করে কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম। 
 
কাস্টমস হাউজের ডিসি সাজ্জাদ হোসেন বলেন, সন্ধ্যা ৭টায় দুবাই থেকে একটি ফ্লাইটে (ইকে-৫৮৬) সাহাবুদ্দিন ও মনির আহমেদ নামের দুইজন যাত্রী ঢাকায় আসেন। আগে থেকে থাকা তথ্যের ভিত্তিতে গ্রীন চ্যানেল পার হওয়ার সময় তাদের চ্যালেঞ্জ করা হয়। পরে তল্লাশী করে লাগেজের বডিতে অভিনব কায়দায় তার আকারে সেটিং করা ২ কেজি ২০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।

এছাড়া অন্য কয়েকটি ফ্লাইটের কয়েকজন যাত্রীকে তল্লাশী করে আরো ২০০ গ্রাম সোনা ও বিভিন্ন ব্রান্ডের ১০০ পিস বিদেশী মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। এসব সোনা ও মোবাইল ফোনের আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা। 

সাজ্জাদ বলেন, উদ্ধার সোনা ও মোবাইল ফোনসেট জব্দ করে যাত্রীদের ছেড়ে দেয়া হয়েছে। জব্দ পণ্যের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।


   আরও সংবাদ