ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

চৌগাছায় ইউপি সদস্যের বিরুদ্ধে ভাংচুর ও মারপিটের অভিযোগ


প্রকাশ: ১১ অক্টোবর, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


চৌগাছায় ইউপি সদস্যের বিরুদ্ধে ভাংচুর ও মারপিটের অভিযোগ

   

যশোর থেকে খান সাহেব : যশোরের চৌগাছায় সুকপুকুরিয় ইউনিয়ন পরিষেদের ৭ নং ওয়ার্ডের সদস্য সামসুল ইসলামের বিরুদ্ধে থানা পুলিশের কাছে বাড়ি ভাংচুর ও মারপিটের অভিযোগ করেছে ভুক্তভোগি। 

একই ওয়ার্ডের আন্দুলিয়া গ্রামের সামাদ আলীর ছেলে সাইফুল ইসলাম এই অভিযোগ করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, পূর্ব শত্রুতার কারেন চলতি মাসের ১০ তারিখে ইউপি সদস্য সামসুল ইসলামের নেতৃত্বে ৫/৬ জন তার বাড়ি হামলা করে।

এসময় গ্রামের মৈরুদ্দীনের ছেলে আনারুল ইসলাম (২৮) আব্দুস সামাদের ছেলে জাহিদুল ইসলাম (৪২), শহিদুল ইসলামের ছেলে ছাদের আলী (২৮) তাকে মারপিট শুরু করে। স্ত্রী হাসিনা বেগম (৩৫) ও ছেলে হোসেন আলী (১৬) বাধা দিলে তাদেরকেও পিটিয়ে জখম করে বাড়িতে থাকা প্রায় ৩০ হাজার টাকার মালামাল ভাংচুর করে। 

অভিযোগকারি জানান, ইউপি সদস্য সামসুলের বিরুদ্ধে চৌগাছা থানায় মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। 

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।


   আরও সংবাদ