ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ ভাদ্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

রাজধানীতে প্রতারক চক্রের তিন নারীসহ ৪ সদস্য গ্রেফতার


প্রকাশ: ১৭ অক্টোবর, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


রাজধানীতে প্রতারক চক্রের তিন নারীসহ ৪ সদস্য গ্রেফতার

   

স্টাফ রিপোর্টার : রাজধানীর মতিঝিল ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে বিদেশ যাওয়ার ৫৮ টি পাসপোর্টসহ মানবপাচারকারী চক্রের তিন নারীসহ ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৩। 

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় র‍্যাব-৩'এর স্টাফ অফিসার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এবিএম ফায়জুল ইসলাম বিএননিউজকে এসব তথ্য নিশ্চিত করে।

গ্রেফতারকৃত মানবপাচারকারী চক্রের সদস্যরা হলেন- রেজাউল করিম বিশ্বাস (৪৬), নুরজাহান (৪৫), সালেহা বেগম (৪০) ও সাহেরা বেগম (৫০)। এসময় তাদের কাছ থেকে ৫৮ টি পাসপোর্ট, ৪ টি মোবাইল, নগদ ৩৫ হাজার টাকা এবং জন্ম নিবন্ধনের সার্টিফিকেটসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়।

ফায়জুল ইসলাম বলেন, রাজধানীর মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকায় কিছু অসাধু ব্যক্তি বিদেশে লোক পাঠানোর জন্য গ্রামের সহজ সরল সাধারণ জনগণের পাসপোর্ট তৈরীর নাম করে আর্থিক সুবিধা এবং তাদের পাসপোর্ট জোর পূর্বক নিজের দখলে রেখে দীর্ঘদিন ধরে একদল প্রতারক চক্র প্রতারণা করে আসছে বলে অভিযোগ পাওয়া যায়। এসময় ফকিরাপুল আকাশ ভ্রমন’ ১১৭/২-৩ ডিআইটি এক্স রোড (২য় তলা), ঢাকা এজেন্সি অফিসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


   আরও সংবাদ