ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

চৌগাছায় জাতীয় স্যানিটেশন মাসের উদ্বোধন ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত


প্রকাশ: ২২ অক্টোবর, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


চৌগাছায় জাতীয় স্যানিটেশন মাসের উদ্বোধন ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

   

চৌগাছা (যশোর) প্রতিনিধি : ‘‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ্য জীবন’’ স্লোগান সামনে রেখে যশোরের চৌগাছায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৯ উদ্বোধন করা হয়েছে। একই সাথে ‘‘সকলের হাত, পরিচ্ছন্ন থাক’’ স্লোগানে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং ব্র্যাক ওয়াশ কর্মসূচির আওতায়  আলোচনা সভা, র‍্যালি ও কঁচিকাচা শিক্ষার্থীদের হাত ধোয়ানো হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার জহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার রইচ উদ্দিন, মৎস অফিসার এসএম শাহাজাহান সিরাজ, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম রফিকুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, সমবায় অফিসার সালাহউদ্দিন, যুব উন্নয়ন অফিসার নাজিম উদ্দিন, সমাজসেবা অফিসার নির্মল কান্তি কর্মকার, খাদ্য কর্মকর্তা সালমা মাসুদ চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, গোলাম কিবরিয়া, অরূপ কুমার লস্কর, সঞ্জয় ঘোষাল, ব্র্যাক ওয়াশ কর্মসূচির ম্যানেজার সহিদুল ইসলাম, প্রকৌশলী অরূপ বড়াল, প্রোগ্রাম অফিসার মিল্টন মন্ডল, শরিফুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ চত্ত্বরে কঁচিকাঁচা শিক্ষার্থীদের হাত ধোয়া কার্যক্রম অনুষ্ঠিত হয়।


   আরও সংবাদ