ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ ভাদ্র ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

মণিরামপুরে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত


প্রকাশ: ১ নভেম্বর, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


মণিরামপুরে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত

   

মনিরামপুর (যশোর) প্রতিনিধিঃ ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মণিরামপুরে ৪৮তম জাতীয় সমবায় দিবস-২০১৯ পালিত হয়েছে। 

শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের যৌথ উদ্যোগে দিবসটি পালন উপলক্ষ্যে পৌরশহরে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায়ী ও সমবায় সমিতির মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম।

উপজেলা সার্ভেয়ার সমবায় সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক ইলিয়াস হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু। স্বাগতঃ বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা নাসিমা খাতুন। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সার্ভেয়ার সমবায় সমিতির সভাপতি তরুণ কুমার শীল, পল্লী সঞ্চয় ও  ঋন দান সমবায় সমিতি লিঃ-এর সভাপতি মোশাররফ হোসেন, প্রতিভা পল্লী সঞ্চয় ও ঋন দান সমবায় সমিতির সভাপতি শফিকুল ইসলাম, এম,কে পল্লী সঞ্চয় ও ঋন দান সমবায় সমিতির সভাপতি শেখর চন্দ্র বিশ্বাস, বিআরডিবি’র মাঠ সংগঠক ফাতেমা খানম প্রমুখ।


   আরও সংবাদ