ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

টাইগারদ বন্দনায় মেতেছে ক্রিকেটের কিংবদন্তিরা


প্রকাশ: ৩ নভেম্বর, ২০১৯ ১৩:০০ অপরাহ্ন


টাইগারদ বন্দনায় মেতেছে ক্রিকেটের কিংবদন্তিরা

   

স্পোর্টস ডেস্ক: মুশফিকুর রহিমের অন্যবদ্য ৬০ রানের ইনিংসে ৭ উইকেটের বড় ব্যধানে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি  ইতিহাসের খাতায় নাম লেখালো লাল সবুজ জার্সিরা। টাইগারদের এমন জয়ে প্রশংসার বন্দনায় মেতেছে বিশ্ব ক্রিকেট কিংবদন্তিরা।

তাদের মধ্যে একজন ভারতের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। যিনি আগেই বলেছিলেন, প্রথম ম্যাচ বাংলাদেশেই জিতবে। মুশফিকদের এমন জয়ের পর টুইট করে অভিনন্দন জানিয়ে তিনি লেখেন, ‘এই জয়ের জন্য অভিনন্দন বাংলাদেশ দল। অসাধরণ ইনিংস খেলেছে মুশফিক। আমি আশা করবো ভারতের তরুণ ক্রিকেটাররা এই ম্যাচ থেকে শিক্ষা নেবে।’
 
ভারতের আরেক সাবেক ক্রিকেটার ইরফান পাঠানও বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন। তিনি লেখেন, ‘ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচ জয়ের জন্য অভিনন্দন বাংলাদেশ। অসাধরণ ইনিংস খেলেছে মুশফিক। আমি আশা করবো পরিবর্তী ম্যাচে ঘুঁরে দাড়াবে ভারত।’

হার্শা ভোগলে লেখেন, ‘প্রতিপক্ষ হিসেবে ভারতের বিপক্ষে মুশফিকের গড় সব চেয়ে বেশি। সে আজ নিজের ভাগ্য নিজে গড়েছে। অভিনন্দন তাকে।’

এর আগে অনেক ম্যাচে জয়ের কাছে গিয়ে হেরেছে বাংলাদেশ। তার মধ্যে ২০১৬ সালে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি ১ রানের পরাজয় নিতে হয়েছে টাইগারদের। সেই ম্যাচে জয়ের জন্য ৩ রান বাকি থাকতে আউট হয়ে যান মুশফিক। তাই তাকে অনেক সমালোচনায় পড়তে হয়েছিলো। ওই ম্যাচকে মনে করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ইয়ন বিশব। এই ম্যাচে মুশফিকের অনবধ্য ইনিংসের প্রশংসা করে তিনি লেখেন, ‘অনেক ম্যাচের জয়ের কাছে গিয়ে ম্যাচটি বের করতে পারেননি মুশফিকুর রহিম। এই ম্যাচটি তাকে ২০১৬ সালের পরাজয়কে ভুলে দিবে। অভিনন্দন বাংলাদেশ।’

ওয়ালাহ নামের এক ক্রিকেট বিশ্লেষক লিখেন, ‘অসাধারণ জয় বাংলাদেশ দলের। এক পর্যায়ে মনে হয়েছিলো ভারতীয় বোলাদের মোকাবেলা করতে হিমশিম খাচ্ছিলো। কিন্তু অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ম্যাচটিকে বের করে নিয়েছেন। তাছাড়া, সাকিবের বিতর্কের পর এই জয়টি দরকার ছিলো বাংলাদেশের। ভারতীয় ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং খুব বাজে হয়েছে।’


   আরও সংবাদ