ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ ভাদ্র ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

মণিরামপুরে মুজিব বর্ষে জাতীয় কাবাডি-২০২০ এর প্রস্তুতিমূলক খেলা


প্রকাশ: ৩ নভেম্বর, ২০১৯ ১৩:০০ অপরাহ্ন


মণিরামপুরে মুজিব বর্ষে জাতীয় কাবাডি-২০২০ এর প্রস্তুতিমূলক খেলা

   

মণিরামপুর (যশোর) সংবাদদাতা :  মণিরামপুরে মুজিব বর্ষ জাতীয় কাবাডি-২০২০ এর প্রস্তুতিমূলক প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বেলা ৩টায় মণিরামপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। 

খেলায় বালিকা বিভাগে কুয়াদা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৫১-৪৫ পয়েন্টে কালারহাট মাধ্যমিক বিদ্যালয় দলকে এবং বালক বিভাগে নেহালপুর স্কুল এন্ড কলেজ ৫০-৩৮ পয়েন্টে ইত্তা মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হন। 

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও মণিরামপুর থানার আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা পুলিশ সুপার মঈনুল হক পিপিএম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী, অতিরিক্ত পুলিশ সুপার আবু নাসের, রাকিব হাসান। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, ভোজগাতি ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মণিরামপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন কুমার, থানার এসআই দেবাশিষ মন্ডল প্রমুখ।


   আরও সংবাদ