ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

ভারতীয় নির্বাচকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন যুবরাজ


প্রকাশ: ৪ নভেম্বর, ২০১৯ ১৩:০০ অপরাহ্ন


ভারতীয় নির্বাচকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন যুবরাজ

   

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট ৯ বারের  দেখায় ৮ বারই জিতেছে ভারত।  এর মধ্যে নবম ম্যাচে গত রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সেই ধারা বজায় রাখতে পারেনি টিম ইন্ডিয়া।  

বাংলাদেশের কাছে হারের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক ক্রিকেটার যুবরাজ সিং। সাফ বললেন, আধুনিক ক্রিকেট সম্পর্কে কোনও ধারণাই নেই এমএসকে প্রসাদ নেতৃত্বাধীন বিসিসিআই'র নির্বাচন কমিটির।

২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য বলেন, দেশের ক্রিকেটের উন্নতির জন্য সুযোগ্য নির্বাচক প্রয়োজন। নির্বাচকের কাজ মোটেও সহজ নয়। নির্বাচকরা জাতীয় দলের জন্য ১৫ জন ক্রিকেটারের নাম ঘোষণা করেন। ফলে দলে খেলার মতো আরো ১৫ ক্রিকেটার বাইরে থাকেন। তাদের জন্য আলাদা করে ভাবা দরকার নির্বাচকদের।

যুবরাজ বলেন, ব্যক্তিগতভাবে আমি ক্রিকেটারের সুরক্ষার পক্ষে। খারাপ সময় প্রত্যেক খেলোয়াড়ের জীবনেই আসে। সেসময় তাদের দূরে না ঠেলে পাশে দাঁড়ানোই নির্বাচকদের কাজ হওয়া উচিত।

উদারহণ হিসেবে প্রতিশ্রতিশীল ক্রিকেটার বিজয় শঙ্করের প্রসঙ্গ টেনেছেন যুবি।তিনি বলেন, বিশ্বকাপের ভারতীয় দলে নির্বাচিত ক্রিকেটার আচমকা কোথায় হারিয়ে গেলেন, তা আমি বুঝতেই পারছি না। এভাবে ক্রিকেটারদের ক্যারিয়ার নষ্ট করার অধিকার নির্বাচকদের নেই।

বাংলাদেশের বিপক্ষে লজ্জাজনক হারের জন্য ভারতের ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেছেন সাবেক বাঁহাতি বিস্ফোরক ব্যাটার। টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে আরও বেশি দায়িত্ববান হতে হবে বলে মনে করেন তিনি। পাশাপাশি বিভিন্ন মহলে সমালোচনায় বিদ্ধ রিশভ পন্থের পাশে আরেকবার দাঁড়িয়েছেন যুবরাজ।

তিনি বলেন, মাত্র ৮ থেকে ১০টি একদিনের ম্যাচ খেলেছেন পন্থ। পরিপক্ক হতে তাকে আরও কিছুটা সময় দেয়া উচিত। এ তরুণকে ভারতীয় ব্যাটিংঅর্ডারের চার কিংবা পাঁচ নম্বরে নামালে ভালো হবে।


   আরও সংবাদ