ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ ভাদ্র ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

কারাগারে ১৪১ পদের বিপরীতে চিকিৎসক ১০ জন


প্রকাশ: ৪ নভেম্বর, ২০১৯ ১৩:০০ অপরাহ্ন


কারাগারে ১৪১ পদের বিপরীতে চিকিৎসক ১০ জন

   

স্টাফ রিপোর্টার : সারা দেশে ৬৮টি কারাগারে ১৪১টি পদের বিপরীতে মাত্র ১০ জন চিকিৎসক রয়েছেন। অপরদিকে কারাগারের বন্দিদের রাখার ধারণ ক্ষমতার ৪০ হাজার ৬৬৪ জন। হলেওা বন্দী রয়েছে ৮৬ হাজার ৯৯৮ জন (২৭ আগস্ট পর্যন্ত)। কারা অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া এ সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে উপস্থাপন করা হয়েছে। 

মঙ্গলবার (৫ নভেম্বর) বিচারপতি  এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চে এ প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ১১ নভেম্বর দিন ঠিক করেছে আদালত।

এছাড়া ২০১৮ সালের ২৮ জানুয়ারি ২০ জন চিকিৎসককে কারাগারে পদায়ন করা হয়। এর মধ্যে মাত্র ৪ জন যোগদান করে। বাকী ১৬ জন এখনো যোগদান করেন নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

এদিকে কেন ওই ১৬ জন যোগদান করেননি তা ১১ নভেম্বরের মধ্যে জানাতে আদালত রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছেন বলে জানান রিটকারী আইনজীবী জে আর খাঁন রবিন।


   আরও সংবাদ