ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ ভাদ্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

আহত হয়ে হনুমান ফার্মেসিতে


প্রকাশ: ১৬ নভেম্বর, ২০১৯ ১৩:০০ অপরাহ্ন


আহত হয়ে হনুমান ফার্মেসিতে

   

নিউজ ডেস্ক: আধিপত্যকে বিস্তারে মারামারি করে আহত হনুমান গাড়ি চেপে যাত্রিবেশে ফার্মেসিতে ওষুধের জন্য আসে। যাকায়াত কালে গাড়ীর অন্যান্য যাত্রিদের বুঝাতে থাকে সে খুবই অসুস্থ, কাউকে সে আক্রমন করবেনা।

ঘটনাটি ঘটে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মল্লারপর স্টেশন পঞ্চায়েত ভবন। হনুমানটি সেখান থেকেই ওষুধ নেয়।

ওষুধ দোকানের মালিক আনাজুল আজিম বলেন, দোকানের সামনে বেঞ্চে বসে অপেক্ষা করছিল হনুমানটি। দোকানের ভিড় একটু কমতেই লাফ দিয়ে কাউন্টারে উঠে কোমরের নিচে ও শরীরের অন্য অংশে ক্ষতস্থানগুলো দেখাতে থাকে। আমার হাত ধরে এমন ভাব করে যেন চিকিৎসা চাইছে।

দোকানে ওষুধ নিতে এসেছিলেন শক্তিপদ মিস্ত্রি নামে স্থানীয় এক যুবক। তিনিও হাত লাগান জখম হনুমানের ক্ষতে মলম ও ব্যান্ডেজ করায়। ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেওয়ার পরেও ক্ষতস্থানগুলো বারবার দেখাতে থাকায় ওই ওষুধ দোকানদারের মনে হয় ব্যথার জন্য হনুমানটি এরকম করছে। কাপে পানি নিয়ে একটি ব্যথা কমার ওষুধও খাওয়ানো হয় তাকে। সঙ্গে চারটি কলা।

কিছুক্ষণ বসে থেকে আনাজুলের কাঁধে হাত রেখে দোকানের কাউন্টার থেকে রাস্তায় নেমে ফের একটি স্টেশনগামী গাড়িতে চড়ে বসে সে!


   আরও সংবাদ