ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ ভাদ্র ১৪৩১, ৯ শাওয়াল ১৪৪৫

মহাসড়কে চলন্ত গাড়ি থেকে যাত্রী নামিয়ে শ্রমিকদের ধর্মঘট


প্রকাশ: ২০ নভেম্বর, ২০১৯ ১৩:০০ অপরাহ্ন


মহাসড়কে চলন্ত গাড়ি থেকে যাত্রী নামিয়ে শ্রমিকদের ধর্মঘট

   

নিউজ ডেস্ক: নতুন সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে পরিবহন শ্রমিকদের ধর্মঘট চলছে। চলাচলরত গাড়ি আটকে দিয়ে যাত্রী ও চালকদের নামিয়ে গাড়ির চাবি নিয়ে গাড়িগুলোকে এলোমেলো করে রেখে রাস্তা অবরোধ করে রাখা হয়।

বুধবার (২০ নভেম্বর) সকাল সোয়া ৬টা থেকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডে এলাকায় এ দৃশ্য দেখা যায়।

এদিকে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের সিনিয়র এএসপি সালেহউদ্দিন আহমেদ। শ্রমিকদের ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করে সাইনবোর্ড এলাকায় কর্তব্যরত ট্রাফিক পরিদর্শক মো. জিয়াউল করিম বলেন, বুধবার সকাল সোয়া ৬টা থেকে কিছু শ্রমিক রাস্তায় এসে অবস্থান নেয় এবং সড়ক অবরোধ করে মহাসড়কের উভয়পাশ বন্ধ করে দেয়।

শ্রমিকদের সঙ্গে কথা বলে পুলিশের এই কর্মকর্তা বলেন, নতুন সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। পূর্ব ঘোষণা ছাড়াই শ্রমিকদের ধর্মঘট ও সড়ক অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকার উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছে দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন কর্মস্থানে যাতায়াতরত সাধারণ মানুষ।


   আরও সংবাদ