ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

দ্বিতীয় ইনিংসেও চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ


প্রকাশ: ২৩ নভেম্বর, ২০১৯ ১৩:০০ অপরাহ্ন


দ্বিতীয় ইনিংসেও চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

   

স্পোর্টস ডেস্ক: ইডেন গার্ডেনে ফ্ল্যাড লাইটের আলোয় গোলাপি বলে প্রথম ইনিংসের করুণ দশা দ্বিতীয় ইনিংসে ও দেখা দিলো বাংলাদেশের সামনে। বাংলাদেশ যে নিজেদের একেবারেই খাপ খাইয়ে নিতে পারছে না, সেটা ভালো করেই বুঝা যাচ্ছে।

প্রথম ইনিংসে টস জিতে ব্যাট করতে নামার পর মাত্র ১০৬ রানে অলআউট মুমিনুল হকের দল। জবাব দিতে নেমে ভারত বিরাট কোহলির সেঞ্চুরির ওপর ভর করে ৩৪৭ রানেই ইনিংস ঘোষণা করে।

২৪১ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রীতিমত ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই, প্রথম ওভারের পঞ্চম বলে ইশান্ত শর্মার হাতে এলবিডব্লিউর শিকার হন ওপেনার সাদমান ইসলাম।

ইনিংসের তৃতীয় ওভারে স্কোরবোর্ডে ২ রান যোগ হওয়ার পর ব্যক্তিগত শূন্য রানে সাজঘরে ফিরে যান অধিনায়ক মুমিনুল হক। মাত্র ৬ বল খেলার পর কোনো রান না করেই ফিরে গেলেন মুমিনুল।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ১৭ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৬৪ রান।২৮ রান নিয়ে মাহামুদুল্লাহ রিয়াদ এবং ১৭ রান নিয়ে উইকেটে রয়েছেন মুশফিকুর রহিম।


   আরও সংবাদ