ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ ভাদ্র ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

কলকাতার পথে শান্ত


প্রকাশ: ২৩ নভেম্বর, ২০১৯ ১৩:০০ অপরাহ্ন


কলকাতার পথে শান্ত

   

স্পোর্টস ডেস্ক: মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ইমার্জিং এশিয়া কাপের ফাইনাল চলাকালেই ড্রেসিংরুমে কলকাতায় বাংলাদেশ জাতীয় দল থেকে হঠাৎ করেই ডাক এসেছে শান্তর।

বদলি খেলোয়ার হিসেবেই এই ডাক পায় শান্ত। তাই ব্যাগ-ব্যাগেজ ঘোচিয়ে পাকিস্তানের বিপক্ষে ফাইনাল শেষ হওয়ার পরই স্টেডিয়াম থেকে সোজা তাকে চলে যেতে হবে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

ইডেন গার্ডেন্সে গোলাপি বলে ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টের প্রথম দিনই আহত বাংলাদেশের দুই ক্রিকেটার। লিটন দাস এবং নাঈম হাসান।

কারণ, এই দুই আহত ক্রিকেটারের পরিবর্তে কনকাশন সিস্টেমে যে অন্য কাউকে মাঠে নামানো হবে কিংবা খেলোয়াড়দের সহযোগিতায় মাঠে যাওয়া, প্রয়োজনের সময় ফিল্ডিং করার জন্যও এখন খেলোয়াড় স্বল্পতা দেখা দিয়েছে বাংলাদেশ দলে। এ কারণেই হয়তো বা, টেস্ট চলাকালীন হঠাৎ করেই নাজমুল হোসেন শান্তকে কলকাতায় উড়িয়ে নেয়া হচ্ছে।

বিসিবির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন এ তথ্য। জানা গেছে, আজ সন্ধ্যায়ই একটি ফ্লাইটে উঠছেন শান্ত।


   আরও সংবাদ