ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ ভাদ্র ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

সীমান্তে বাংলাদেশি গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


প্রকাশ: ২৫ নভেম্বর, ২০১৯ ১৩:০০ অপরাহ্ন


সীমান্তে বাংলাদেশি গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

   

চুয়াডাঙ্গা প্রতিনিধি: জেলার দামুড়হুদা উপজেলার চাকুলিয়া সীমান্তে আব্দুল গনি (৩০)নামের এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে ভারতীয়রা। নিহত উপজেলার একই গ্রামের আবু তাহেরের ছেলে।

সোমবার (২৫ নভেম্বর) রাতে চাকুলিয়া সীমান্তের বিপরীতে ভারতের প্রবেশ মুখে তাকে কুপিয়ে জখম করে।মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে পরিবারের লোকজন গনি মিয়াকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, রাতে চাকুলিয়া সীমান্তের ৮৭ নম্বর মেইন পিলারের নিকট দিয়ে ৬/৭ জন গরু ব্যবসায়ী ভারতে প্রবেশের চেষ্টা করে।

এ সময় বেশ কিছু ভারতীয়রা তাদেরকে ধাওয়া করলে আব্দুল গণি তাদের হাতে ধরা পড়লে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে সীমান্তে ফেলে যায়। খবর পেয়ে মঙ্গলবার সকালে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল খালিকুজ্জামান বলেন, আমি শুনেছি সীমান্তে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।


   আরও সংবাদ