ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ ভাদ্র ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

খালেদার মেডিক্যাল বোর্ডের রিপোর্ট চেয়েছেন সুপ্রিম কোর্ট


প্রকাশ: ২৭ নভেম্বর, ২০১৯ ১৩:০০ অপরাহ্ন


খালেদার মেডিক্যাল বোর্ডের রিপোর্ট চেয়েছেন সুপ্রিম কোর্ট

   

নিউজ ডেস্ক: কারাবন্দি খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য অবস্থা জানতে তাঁর মেডিক্যাল বোর্ডের প্রতিবেদন দাখিলের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আগামী ৫ ডিসেম্বরের মধ্যে এ প্রতিবেদন দিতে বলা হয়েছে।

একইসঙ্গে পরবর্তী আদেশের জন্য আগামী ৫ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছেন আদালত।

এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা জামিনের আবেদনের ওপর আপিল বিভাগে শুনানি শুরু হয় আজ বৃহস্পতিবার সকালে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি শুরু হয়। আজকের আপিল বিভাগের কার্যতালিকার ৮ নম্বরে ছিল খালেদা জিয়ার জামিন আবেদন।

শুনানিতে খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বলেন, ‘মানবিক কারণে জামিন চাচ্ছি।’

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় গত বছর ২৯ অক্টোবর খালেদা জিয়ার সাত বছরের কারাদণ্ডাদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত।


   আরও সংবাদ