ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

ঝিকরগাছায় বিশ্বব্যাংক প্র‌তি‌নি‌ধিদ‌লের কৃ‌ষি ফার্ম প‌রিদর্শন


প্রকাশ: ২৭ নভেম্বর, ২০১৯ ১৩:০০ অপরাহ্ন


ঝিকরগাছায় বিশ্বব্যাংক প্র‌তি‌নি‌ধিদ‌লের কৃ‌ষি ফার্ম প‌রিদর্শন

   

য‌শোর প্র‌তি‌নি‌ধি : যশোরের ঝিকরগাছায় কৃষিকর্ম পরিদর্শন করেছে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল। 

বুধবার উপজেলার বারবাকপুর ও বোধখানা গ্রামে এনএটিপি-২ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময় করেন।

প্রতিনিধি দলে ছিলেন, বিশ্বব্যাংকের টাস্কটিম লিডার ইজালা লিও, ইফাতের প্রতিনিধি মারিয়া ডাড, এনএটিপি-২ প্রকল্পের পিডি মতিয়ার রহমান, রতন চন্দ্র দে, সেক্টর কো অর্ডিনেটর আব্দুর রাজ্জাক, যশোরের উপ পরিচালক ইমদাদ হোসাইন, নড়াইলের এডিডি (পিপি) দীপঙ্কর দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ, এসএপিপিও আব্দুল হক, উপ সহকারী কৃষি কর্মকর্তা আইয়ুব হোসেন প্রমূখ। 

প্রতিনিধিদল সকালে বারবাকপুর গ্রামের আনোয়ারা খাতুন ও নাসরিন নাহারের ভার্মি কম্পোস্ট সার উৎপাদন কেন্দ্র পরিদর্শন করে সিআইজি সমিতির কৃষক-কৃষাণীদের সাথে মতবিনিময় করেন। 

পরে বোধখানা গ্রামে কৃষিতে সেক্স- ফ্রেমন ফাঁদ, ট্রাইকো ও ভার্মি কম্পোস্ট জৈব সার ব্যবহারসহ প্রকল্পের প্রদান করা বিভিন্ন কৃষি যন্তপাতির ব্যবহার পরিদর্শন ও কষক-কৃষাণীদের সাথে মতবিনিময় করেন করেছেন।


   আরও সংবাদ