ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ ভাদ্র ১৪৩১, ৮ শাওয়াল ১৪৪৫

চৌগাছায় আমন মৌসুমের ধান সংগ্রহ শুরু


প্রকাশ: ২৭ নভেম্বর, ২০১৯ ১৩:০০ অপরাহ্ন


চৌগাছায় আমন মৌসুমের ধান সংগ্রহ শুরু

   

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় ২০১৯-২০ অর্থ বছরের আমন মৌসুমের ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা খাদ্য গুদামে লটারির মাধ্যমে নির্বাচিত চৌগাছা সদর ইউনিয়নের কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের মাধ্যমে অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর সিদ্দিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার রইচ উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা পলাশ আহাম্মেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তাপস কুমার ঘোষ, ব্যবসায়ী মিজানুর রহমান ধনী, আক্তারুজ্জামান মিলন প্রমুখ।

চলতি আমন মৌসুমে উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার তালিকাভুক্ত ১৮ হাজার ৮৪৩ জন কৃষকের মধ্যে উন্মুক্ত লটারীর মাধ্যমে নির্বাচিত ১৮৬৮ জন কৃষকের নিকট থেকে এক হাজার ৮৬৮ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।


   আরও সংবাদ