ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ ভাদ্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করলেন শেখ হাসিনা


প্রকাশ: ২৯ নভেম্বর, ২০১৯ ১৩:০০ অপরাহ্ন


পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করলেন শেখ হাসিনা

   

স্টাফ রিপোর্টার : শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বিভক্ত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সম্মেলন উদ্বোধন ঘোষণা করলেন আওয়ামী লীগ সভাপতি  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৩০ নভেম্বর) সকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে মহানগরীর দুই শাখার উদ্বোধন ঘোষণা করেন তিনি।

এর আগে বেলা এগারটার দিকে সম্মেলনস্থলে পৌঁছান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় শেখ হাসিনার আগমন শুভেচ্ছা স্বাগতম জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে সম্মেলনে প্রধান অতিথির শেখ হাসিনাকে স্বাগত জানান ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

পরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

উল্লেখ্য দীর্ঘ সাত বছর পর বিভক্ত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এটাই প্রথম সম্মেলন। এই সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দিপনার কোনো কমতি নেই।


   আরও সংবাদ