ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

‘কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশ’ সবার জন্য উন্মুক্ত


প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০১৯ ১৩:০০ অপরাহ্ন


‘কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশ’ সবার জন্য উন্মুক্ত

   

বিনোদন ডেস্ক: ‘সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’ শীর্ষক প্রতিপাদ্যে পালিত হচ্ছে এবারের ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’। আর দিবসটি উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হচ্ছে কনসার্ট।

বৃহস্পতিবার রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে হবে ‘কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশ’। বিকেল ৩টায় বাড্ডার মাদানী এভিনিউয়ের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হবে এ আয়োজন।

এতে পারফর্ম করবেন পপসম্রাজ্ঞী মমতাজ বেগম, হার্ড রক ও মেটাল ঘরানার ব্যান্ড ওয়ারফেজ, অলটারনেটিভ রক ব্যান্ড নেমেসিস, ব্যান্ড স্পন্দন, কণ্ঠশিল্পী ঐশী ও প্রীতম হাসান। কনসার্টে প্রবেশ থাকছে সবার জন্য উন্মুক্ত। কোনো অনলাইন নিবন্ধনের প্রয়োজন নেই বলেও জানিয়েছেন আয়োজকরা।

রাজধানীর বাইরে রাজশাহী ও সিলেটেও অনুষ্ঠিত হবে কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশ। সন্ধ্যা ৬টায় সিলেট জেলা স্টেডিয়ামে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। এতে জলের গানের পাশাপাশি স্থানীয় শিল্পীরাও সংগীত পরিবেশন করবেন।

এদিকে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হবে ‘কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশ’। কণ্ঠশিল্পী সায়রা রেজাসহ অনেকেই পারফর্ম করবেন সেখানে।


   আরও সংবাদ