ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

রোগীদের প্রতি যত্নশীল হতে উপাচার্যের আহ্বান


প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০১৯ ১৩:০০ অপরাহ্ন


রোগীদের প্রতি যত্নশীল হতে উপাচার্যের আহ্বান

   

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া চিকিৎসকদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে প্রফেসর রশিদউদ্দিন আহমেদ সেমিনার হলে নিউরোসার্জারি বিভাগের এ্যালামনাই এ্যাসোসিয়েশনের ২য় পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 

উপাচার্য বলেন, প্রত্যেককে নিজের সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। রোগীরা চিকিৎসকদের কাছে অনেক আশা নিয়ে আসেন।  রোগীর সাথে ভালো ব্যবহার এবং ভালোবাসা দিয়ে রোগীর প্রতি যত্নশীল হতে বলেন।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদারের সভাপতিত্বে করেন নিউরোসার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এটিএম  মোশারেফ হোসেন, এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, দেশের বিশিষ্ট নিউরোসার্জনবৃন্দসহ  নিউরোসার্জারি বিভাগের শিক্ষক, চিকিৎসক ও  রেসিডেন্ট ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ