ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ ভাদ্র ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

আইপিএলের টাকায় বান্ধবীকে কুকুর উপহার


প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০১৯ ১৩:০০ অপরাহ্ন


আইপিএলের টাকায় বান্ধবীকে কুকুর উপহার

   

কলকাতায় অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। আইসিসির টেস্ট ব়্যাংকিংয়ে শীর্ষে থাকা এই বোলারকে ১৫ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই টাকা দিয়ে কী করবেন তার পরিকল্পনাও করে ফেলেছেন কামিন্স।

আইপিএল থেকে পাওয়া বিপুল অর্থ দিয়ে কী করবেন? এমন প্রশ্নে কামিন্স বলেন, ‘আমার বান্ধবী প্রথমেই বলেছে, আমরা এই টাকা দিয়ে আরো এক জোড়া খেলনা কুকুর কিনতে পারি।’

শেষ কয়েক বছরে বিশ্বের অন্যতম সেরা পেসার হিসাবেই নিজেকে প্রতিষ্ঠিত করা কামিন্সই আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার। এর আগে শেষ ১২ বছরে কোনো বিদেশি ক্রিকেটারের জন্য এত টাকা খরচ করার রেকর্ড নেই। অবশ্য ভারতের স্থানীয়দের মধ্যে কামিন্সের ওপরে আছেন সাবেক হার্ডহিটার যুবরাজ সিং।

২০১৫ সালে যুবরাজ সিংকে ১৬ কোটি রুপিতে দলে নিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস। যদিও সবার আগে এই তালিকায় আছেন বিরাট কোহলি। ব্যাঙ্গালুরু তার চুক্তি নবায়ন করেছিল ১৭ কোটি রুপির বিনিময়ে।


   আরও সংবাদ