ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

যে কারণে আটক হয়েছিলেন মাহী বি চৌধুরীর ছেলে


প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০১৯ ১৩:০০ অপরাহ্ন


যে কারণে আটক হয়েছিলেন মাহী বি চৌধুরীর ছেলে

   

বুধবার রাতে গাড়ি নিয়ে বেরিয়ে রাজধানীর বনানীতে একটি অটোরিকশাকে ধাক্কা দিয়েছিলেন বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীর ছেলে আরাজ বি চৌধুরী।

সেই ঘটনার জেরে তাকে আটক করে বনানী থানায় নিয়ে যায় কর্তব্যরত পুলিশ।

অবশেষে পুলিশ কর্মকর্তাদের ‘সরি’ বলে থানা থেকে ছাড়া পেয়েছেন আরাজ বি চৌধুরী।

এ বিষয়ে বনানী থানার ওসি নুরে আযম মিয়া এক গণমাধ্যমকে বলেন, ‘থানায় পাঁচ মিনিট ছিলেন আরাজ। ট্রাফিক সার্জেন্টকে ‘সরি’ বলেছেন তিনি। সার্জেন্ট তাকে মাফ করে দিয়েছেন। এর পর তাকে ছেড়ে দেয়া হয়।’

জানা গেছে, ছেলেকে ছাড়িয়ে নিতে বনানী থানা হাজির হয়েছিলেন মাহী বি চৌধুরী।

আরজ কোনো দুঘর্টনা ঘটায়নি দাবি করে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমার ছেলের কাছে বিদেশি ড্রাইভিং লাইসেন্স রয়েছে। সার্জেন্টের সঙ্গে ওটা নিয়েই তর্ক হয়েছিল। তাই তাকে থানায় নিয়ে আসা হয়।’

তিনি আরও বলেন, ‘আমি নিজে থানায় গিয়ে ছেলেকে বলেছি– বড়দের সঙ্গে খারাপ ব্যবহার করেছ কেন? সে জন্য সে ওই সার্জেন্টকে ‘সরি’ বলেছে।’

উল্লেখ্য, বুধবার রাত ৯টার দিকে বনানী কবরস্থান এলাকায় একটি অটোরিকশাকে খয়েরি রঙের একটি গাড়ি ধাক্কা দেয়। আরাজ নিজেই ওই গাড়িটি চালাচ্ছিলেন। তখন ওই এলাকায় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট আলমগীর গাড়ি থেকে আরাজকে বের হতে বললে তার সঙ্গে দুর্ব্যবহার করেন আরাজ।

এর পর পুলিশ সদস্যরা আরাজ এবং ওই সময় তার সঙ্গে থাকা এক বন্ধুকে বনানী থানায় নিয়ে যায়।

প্রসঙ্গত আরাজের বাবা মাহী বি চৌধুরী একজন সংসদ সদস্য। তার দাদা একিউএম বদরুদ্দোজা চৌধুরী বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং বিকল্পধারার সভাপতি।


   আরও সংবাদ