ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

‘প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবায়ন হবে’


প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০১৯ ১৩:০০ অপরাহ্ন


‘প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবায়ন হবে’

   

নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু বিমানবন্দর প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প, এটা অবশ্যই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রকল্প বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর। তাই এ প্রকল্প আমরা বাস্তবায়ন করবো।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্মেলনকক্ষে টার্মিনাল-৩ নির্মাণ কাজের উদ্বোধন প্রস্তুতিপূর্ব আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

মো. মাহবুব আলী বলেন, শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ যেহেতু শুরু হচ্ছে, তাই এটি নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। এখন আমরা এটা নিয়ে প্রাথমিক সমীক্ষা করবো। তারপর এ প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করবো।

সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তৌহিদ উল আহসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ