ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

উত্তরে আ’লীগের কাউন্সিলর প্রার্থী হলেন যারা


প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০১৯ ১৩:০০ অপরাহ্ন


উত্তরে আ’লীগের কাউন্সিলর প্রার্থী হলেন যারা

   

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীর পাশাপাশি ১২৯ জন কাউন্সিলর প্রার্থীর নামও ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সংবাদ সম্মেলনে দুই সিটির মধ্যে ঢাকা উত্তরে ৫৪ জন ও দক্ষিণে ৭৫ জনের নাম ঘোষণা করা হয়।

ঢাকা উত্তরের ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা হলেন, ১- আক্তার উদ্দিন; ২- আলহাজ্ব কদম আলী মাতব্বর; ৩-মোহাম্মদ জিন্নাদ আলী মাতব্বর; ৪- জামাল মোস্তফা; ৫- আব্দুর রব নান্নু; ৬- সালাহউদ্দিন রবিন; ৭- তোফাজ্জল হোসেন; ৮- আবুল কাসেম; ৯- মুজিব সারোয়ার মাসুদ; ১০- আবু তাহের; ১১-দেওয়ান আবুল মান্নান; ১২- মুরাদ হোসেন; ১৩- হারুনুর রশিদ; ১৪- মফিজ উদ্দিন; ১৫- সালেক মান্নান; ১৬- মতিউর রহমান; ১৭- ইসহাক মিয়া; ১৮- জাকির হোসেন; ১৯- মফিজুর রহমান; ২০-জাহিদুর রহমান; ২১- মাসুম গনি; ২২- লিয়াকত আলী; ২৩- সাখাওয়াত হোসেন; ২৪- শফিউল্লাহ; ২৫- আব্দুলাহ আল মঞ্জু; ২৬- শামিম হোসেন; ২৭- ফরিদুর রহমান খান; ২৮- তুষার হোসেন; ২৯ নুরুল ইসলাম অতন; ৩০- আবুল হাসেম হাসু; ৩১- আলেয়া সারোয়ার ডেইজি; ৩২- সৈয়দ হাসান মিনিস্টার; ৩৩- আসিফ আল মামুন; ৩৪- শেখ মোহাম্মদ হোসেন চৌধুরী; ৩৫- মমতাজ সরদার; ৩৬ তরুণ রেজা খোকন; ৩৭- জাহাঙ্গীর আলম; ৩৮ শেখ সেলিম; ৩৯ শরিফ শফিকুল ইসলাম; ৪০ নজরুল ইসলাম ঢালি; ৪১ আব্দুল মতিন; ৪২ মোহাম্মদ জাহাঙ্গীর আলম; ৪৩- শরিফুল ইসলাম ভূঁইয়া; ৪৪- মোহাম্মদ শফিকুল শফি; ৪৫- জয়নাল আবেদিন; ৪৬- সাইদুর রহমান সরকার; ৪৭-মোতালেব মিয়া; ৪৮- ইমতিয়াজ মাসুদুজ্জামান; ৪৯ শফিউদ্দিন মোল্লা; ৫০-বি এম শামিম; ৫১- শফিকুর রহমান; ৫২- ফরিদ আহমেদ; ৫৩ – মোহাম্মদ নাসির উদ্দিন ও ৫৪- জাহাঙ্গীর হোসেন।

দুই সিটি করপোরেশনের ভোট গ্রহণের জন্য ৩০ জানুয়ারি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এবার সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। কমিশনের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জানুয়ারি।


   আরও সংবাদ