ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ ভাদ্র ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

সিরিয়ায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ৬ (ভিডিও)


প্রকাশ: ১ জুলাই, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


সিরিয়ায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ৬ (ভিডিও)

   

সিরিয়ার হোমস প্রদেশ ও রাজধানী দামেস্কের উপকণ্ঠে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।

সানা বলছে, ক্ষেপণাস্ত্র হামলায় চারজন মারা গেছে তবে বহু মানুষ আহত হয়েছে। সিরিয়ার বিমান প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, তারা গতরাতে লেবাননের আকাশসীমা থেকে ইসরাইলের তিনটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ভূপাতিত ক্ষেপণাস্ত্রের কিছু অংশ সিরিয়ার ভেতরেও পড়েছে।

সামরিক সূত্রের বরাত দিয়ে সানা জানিয়েছে, হোমস ও রাজধানী দামেস্কের উপকণ্ঠে সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরাইল ওই হামলা চালায়।
ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, সিরিয়ার একটি সামরিক বিমানঘাঁটির গবেষণা কেন্দ্র লক্ষ্য ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র হামলা পর ইসরাইলি জঙ্গিবিমান লেবাননের আকাশসীমা থেকে গুলি চালায়।

এর আগেও বহুবার ইসরাইল সিরিয়ায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে।

">http://


   আরও সংবাদ