ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

এবার পুলিশের পদক পাচ্ছেন ১১৮ জন


প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০১৯ ১৩:০০ অপরাহ্ন


এবার পুলিশের পদক পাচ্ছেন ১১৮ জন

   

স্টাফ রিপোর্টার : সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য ২০২০ সালে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন ১১৮ জন।

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার ১১৮ জন সদস্য আগামী ৫ জানুয়ারি পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পদক নেবেন।

জানা গেছে, এ বছর ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) সাহসিকতা’ পাচ্ছেন ১৪ জন। তারা হলেন- কুমিল্লার মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আক্তার হোসেন। তাকে মরণোত্তর ওই পদকে ভূষিত করা হবে।

এছাড়া বিপিএম সাহসিকতা পাচ্ছেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, র‌্যাব-২-এর কোম্পানি কমান্ডার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী, ডিবির উত্তর বিভাগের ডিসি মশিউর রহমান, পুলিশ সদর দফতরের পুলিশ সুপার মীর আবু তৌহিদ, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত সিটিটিসির উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম, সিসিটিসির অতিরিক্ত পুলিশ সুপার এসএম নাজমুল হক, সিসিটিসির অতিরিক্ত পুলিশ সুপার ও বোমা নিষ্ক্রিয়করণ দলের প্রধান রহমত উল্লাহ চৌধুরী, সিসিটিসির অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, সিসিটিসির পরিদর্শক মেজবাহ উদ্দিন আহম্মেদ, র‌্যাব সদর দফতরের সার্জেন্ট শহীদুল ইসলাম, বগুড়ার শেরপুর থানার এএসআই নান্নু মিয়া ও র‌্যাব-১-এর সৈনিক রাকিব হোসেন। 

রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সাহসিকতা পাচ্ছেন ২০ জন। বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) সেবা পাচ্ছেন ২৮ জন ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সেবা পাচ্ছেন ৫৬ জন।


   আরও সংবাদ