ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

জবিতে র‌্যাগিংয়ে জড়িত থাকলে স্থায়ী বহিস্কার


প্রকাশ: ১ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


জবিতে র‌্যাগিংয়ে জড়িত থাকলে স্থায়ী বহিস্কার

   

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের র‌্যাগিং এর ঘটনায় কেউ জড়িত থাকলে স্থায়ী বহিস্কার করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আদেশক্রমে এবং রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে এবং ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের সাথে ব্যাগিং এর কোন অভিযোগ নাই তবুও সদ্য ভর্তি হওয়া ছা্ত্র-ছাত্রীরা র‌্যাগিং নামক অত্যাচারের ভয়ে থাকে।

র‌্যাগিং শৃঙ্খলা পরিপন্থিী ও শাস্তিযোগ্য অপরাথ। কেউ র‌্যাগিং এর সাথে জড়িত থাকলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে বলে জানানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.মোস্তফা কামাল বলেন, শিক্ষার পরিবেশ যেন বিগ্নিত না হয় সেই লক্ষ্যে এই আদেশ দেওয়া হয়েছে। কোন শিক্ষার্থীর বিরুদ্ধে র‌্যাগিং এর অভিযোগ উঠলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিস্কার কর হবে।


   আরও সংবাদ