ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

সিটি নির্বাচন পরিচালনার জন্য কমিটি গঠন, উত্তরে মওদুদ , দক্ষিণে মোশাররফ


প্রকাশ: ৩ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


সিটি নির্বাচন পরিচালনার জন্য কমিটি গঠন, উত্তরে মওদুদ , দক্ষিণে মোশাররফ

   

স্টাফ রিপোর্টার : আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিন সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে দুই সিটিতে ২১ জন করে পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। উত্তরে আহবায়ক স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সমন্বয়ক গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান।

দক্ষিণে আহবায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন, সমন্বয়ক মির্জা আব্বাস ও ইকবাল হাসান মাহমুদ টুকু। তাদের সাথে দায়িত্বে থাকবেন, আব্দুস সালাম, হাবিব উন নবী খান সোহেল, কাজী আবুল বাশার।

শনিবার (৪ জানুয়ারি) দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠকে শেষে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এ নির্বাচনের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই এই নির্বাচন কমিশন যে কতটা অযোগ্য। একই সঙ্গে প্রমাণ করতে চাই বর্তমান সরকার যে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে আগ্রহী নয় সে বিষয়টাও আমরা পরিক্ষা করে দেখতে চাই। 

নির্বাচন সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, চিঠিতে নির্বাচনে সুষ্ঠু করার জন্য আমাদের প্রস্তাব গুলো থাকবে। এছাড়া পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকেও নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানানো হবে। আর গণমাধ্যমগুলো যাতে নিরপেক্ষভাবে সংবাদ প্রচার করতে পারে সেজন্য আমরা বিভিন্ন জায়গায় চিঠি দেব এবং আলোচনা করব।

ইভিএম নিয়ে রোববার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে উল্লেখ করে ফখরুল বলেন, আজকের বৈঠকে ইভিএম নিয়ে কথা হয়েছে। আগেও বলেছি এখনও বলছি যে আমরা ইভিএম প্রত্যাখ্যান করেছি। ইভিএম এর উপরে জনমত তৈরি করার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করব।

এর আগে বিকেল সাড়ে ৪ টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক বসে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্যরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন।

এছাড়া বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন,  জমিরউদ্দিন সরকার, মওদুদ আহমদ, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন। স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ঢাকার বাহিরে থাকায় বৈঠকে অংশগ্রহণ করতে পারেননি।


   আরও সংবাদ