ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

কানাডা থেকে আরো দুটি উড়োযাহাজ পেতে যাচ্ছে : প্রতিমন্ত্রী


প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


কানাডা থেকে আরো দুটি উড়োযাহাজ পেতে যাচ্ছে : প্রতিমন্ত্রী

   

স্টাফ রিপোর্টার : বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানিয়েছেন, আগামী জুনের মধ্যে দুটি ড্যাশ ৮ উড়োজাহাজ পেতে যাচ্ছি। কানাডিয়ান কোম্পানি আমাদেরকে আনুষ্ঠানিক ভাবে আরো দুটি উড়োজাহাজের প্রস্তাব দিলে আমরা সেটা নিবো।

রোববার (৫ জানিয়ারি) ঢাকা ম্যানচেষ্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রা উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে আমাদেরকে দুটি ড্যাশ ৮ বিমান দেয়ার কথা মৌখিক ভাবে জানিয়েছে কানাডিয়ান উড়োজাহাজ কোম্পানি। সব কিছু ঠিক থাকলে ধরেই নিতে পারেন এগুলো আমরা নিচ্ছি।

প্রশ্নের উত্তরে মাহবুব আলী বলেন, এর আগেও ম্যানচেষ্টারে আমাদের রুট ছিলো। যাত্রী ও উড়োজাহাজ সংকটসহ আরো বেশ কিছু সমস্যার কারণে রুটটি বন্ধ করে দিতে বাদ্ধ হই। কিন্তু এখন আমরা আবার চালু করছি। আমাদের এখন উড়োজাহাজের সংকট নেই। যাত্রীও আছে। 

বিদেশে থাকা বাংলাদেশী নাগরিকদের সঙ্গে সেতু স্থাপন করবে বিমান। সেটা যাতে বিশ্বমানের হয় সেই ব্যবস্থাই নিচ্ছি আমরা। ভবিষ্যতে পৃথীবির বুকে একটি উন্নত ও বিশ্বমানের সংস্থা হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মাহবুব আলী বলেন, দেশের পতাকাবাহী এই বিমান কোম্পানিকে উন্নত করতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। তারই ধারাবাহিকতায় আমরা উন্নত সব বিমান কিনে এনেছি।


   আরও সংবাদ