ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

সোলাইমানি হত্যাকাণ্ডে ইসরাইলও জড়িত, না বুঝেই ঝুঁকি নিয়েছে ট্রাম্প


প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


সোলাইমানি হত্যাকাণ্ডে ইসরাইলও জড়িত, না বুঝেই ঝুঁকি নিয়েছে ট্রাম্প

   

কুটনৈতিক প্রতিবেদক : ইসলামিক রেভুলেশনারি গার্ডসের (আইআরজিসি) সাবেক প্রধান মোহসেন রেজায়ী বলেছেন, কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডে ইসরাইলও জড়িত ছিল। তারা ইরান থেকে লুকিয়ে থাকতে পারবে না।

আইএসএনএ’কে গত শুক্রবার দেয়া সাক্ষাতকারে মোহসেন রেজায়ী বলেন, ইসরাইল নিজেকে লুকিয়ে ফেলেছে এমনটা ভাবার কোন কারণ নেই, কারণ ইরানের আঙুল ইসরাইলের দিকেও রয়েছে।

তিনি বলেন, ইতিহাস প্রমাণ করে ট্রাম্প যুদ্ধ করার পক্ষে যথেষ্ট সক্ষম না। যুক্তরাষ্ট্র না বুঝেই খুব বড় ঝুঁকি নিয়েছে, ট্রাম্প শীঘ্রই বুঝতে পারবেন তিনি কী বিপজ্জনক পদক্ষেপ নিয়েছেন।

তিনি আরো বলেন, সোলাইমানি ইরানের পুত্র। ইরানে এমন কোনো শহর বা গ্রাম নেই যেখানে তার জন্য শোক করছে না।

এঘটনার পর যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়বে ও আগামী ১০ বছরের মধ্যে এই অঞ্চলটি ছেড়ে চলে যেতে হবে।

আমরা যুক্তরাষ্ট্রকে এ অঞ্চল থেকে তাড়ানোর জন্য আমাদের লড়াই আরো তীব্র করব উল্লেখ করে তিনি বলেন, জেনারেল সোলাইমানি ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে একজন কিংবদন্তি কমান্ডার ছিলেন। 

সূত্র : তেহরান টাইমস।


   আরও সংবাদ