ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

জনগণ সচেতন না হলে পরিবেশ পরিচ্ছন্ন করা সম্ভব না : শাহাব উদ্দান


প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


জনগণ সচেতন না হলে পরিবেশ পরিচ্ছন্ন করা সম্ভব না : শাহাব উদ্দান

   

স্টাফ রিপোর্টার : দেশের জনগণকে পরিবেশ বিষয়ক সচেতন করে তুলতে বাণিজ্য মেলায় পরিবেশ সচেতনতামূলক র্যালী করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

সোমবার (৬ জানুয়ারি) সকালে বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

শাহাব উদ্দান বলেন, দেশের জনগণ সচেতন না হলে কোন ভাবেই পরিবেশ পরিচ্ছন্ন করা সম্ভব না। পরিবেশকে রক্ষা করতেই জনসাধারণকে একত্রিত করতে হবে। বাণিজ্য মেলায় লাখ লাখ মানুষ আসবে। তারা সচেতনতামূলক লেখা দেখবে। এসব কার্যক্রমের মাধ্যমেই জনগণ সচেতন হবে।

মন্ত্রী বলেন, আমরা ঢাকার বাইরে অভিযান চালাবো। ঢাকায়ও চলবে আমাদের অভিযান। পরিবেশের ক্ষতি করে এমন  ইটভাটা দেশে থাকতে দেয়া হবে না।

উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, দোকানীরা যাতে পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহার করে সেজন্য সচেতনতা কার্যক্রম নেয়া হয়েছে। যদি সেটি না করে এনফোর্সমেন্ট টিম ব্যবস্থা নিবে।

বাংলাদেশের মানুষের ভিতরে সচেতনতা এসেছে। পরিবেশ সুরক্ষায় আমরা কাজ করছে। আমাদের ম্যাজিষ্ট্রটরা বিভিন্ন সময় অভিজান পরিচালনা করছে। তবে আমাদের জনবল সংকট রয়েছে। সেজনৌ হয়তো কিছুটা সমস্যা হয়। খুব দ্রুত এই সমস্যার সমাধান আসবে।


   আরও সংবাদ