ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

ঢাবি ছাত্রীকে ধর্ষণের দাবিতে নিশ্চুপ প্রতিবাদ!


প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


ঢাবি ছাত্রীকে ধর্ষণের দাবিতে নিশ্চুপ  প্রতিবাদ!

   

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়র ২য় বর্ষের শিক্ষার্থীকে ধর্ষণ ও নির্যাতনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভিন্নধর্মী 'নিশ্চুপ' প্রতিবাদ করেছে টিএসসি ভিত্তিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম এ্যাকশন (ডুমা)।

এসময় সংগঠনটির সাবেক এবং বর্তমান সদস্যরা 'হু ইজ নেক্সট',  'প্রতিবাদের মিছিল আর কত দীর্ঘ হবে?', 'তনু তানিয়া নুসরাত এর পরে কে?', 'আমার বোন ধর্ষিতা কেন বাংলাদেশ জবাব চাই' ইত্যাদি লেখা প্লাকার্ড নিয়ে প্রতিবাদে অংশগ্রহণ করেন।

এসময় ধর্ষণের প্রতিবাদে একটি মূকাভিনয় পরিবেশন করেন মাইম এ্যাকশনের সাবেক সভাপতি এবং বিশিষ্ট মূকাভিনয় শিল্পী মীর লোকমান।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বান্ধবীর বাড়ি যাবার পথে, রাজধানীর কুর্মিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের শিকার হন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতেলে চিকিৎসারত অবস্থায় রয়েছে। এর আগে সকাল থেকে বিভিন্ন  সংগঠন ধর্ষণের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।


   আরও সংবাদ