ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ ভাদ্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

চৌগাছায় ‘এসো এক সাথে হাসি সমাজ কল্যাণ’ সংগঠনের শীত বস্ত্র বিতরণ


প্রকাশ: ৬ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


চৌগাছায় ‘এসো এক সাথে হাসি সমাজ কল্যাণ’ সংগঠনের শীত বস্ত্র বিতরণ

   

চৌগাছা (যশোর) প্রতিনিধি : কথায় বলে মাঘের শীতে বাঘ পালায়। বৈয়ছে শৈতপ্রবাহ। মাঘের হাড় কাঁপানো শীতে কাপছে দেশ। এই শীতে নিজেদের পকেট খরচ বাঁচিয়ে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে ‘এসো এক সাথে হাসি’ নামের একটি সমাজ কল্যাণ সংগঠন।

সংগঠনটির সদস্যরা সকলেই ছাত্র। নেই কোনো প্রচার, সভা সমাবেশ, অনুষ্ঠানের আয়োজন। নিরবে নির্ভিতে শীতার্তদের খুজে খুজে শীত বস্ত্র বিতরণ করছে সংগঠনটি। সংগঠনের সদস্যদের পকেট খরচের টাকা দিয়ে শীত বস্ত্র কিনে সপ্তাহব্যাপী উপজেলার বিভিন্ন গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়িয়েছে শীত বস্ত্র নিয়ে। যেখানেই শীতার্ত অসহায় মানুষ দেখেছে তার গায়ে জড়িয়ে দিয়েছে একটুকরো গরম কাপড়। 

সংগঠনের সদস্য মাহিন মুনতাসিন রাহুল, জান্নাতুল হাসান কথা, জিল্লুর রহমান হৃদয়, ইয়াছির আরাফাত স্বপ্ন ও তিশা সপ্তাহব্যাপী উপজেলার কয়ারপাড়া, পাশাপোল, জগন্নাথপুর, শহরের বিশ্বাসপাড়া এলাকার শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে।

সংগঠনটির সদস্যরা জানান, আমরা যারা শহরে থাকি তারা হয়তো শীতের তীব্রতা বুঝতেই পারছি না। তবে গ্রামের মানুষ কাঁপছে তীব্র শীতে। শীত নিবারনের সামান্য বস্ত্রটুকুও হয়তো অনেকের নেই। শীতে জড়োসড়ো হয়ে পড়েছে তারা। যারা স্বচ্ছল তাদের কাছে শীতের রাত আরাম দায়ক হলেও দরিদ্র অসহায়দের জন্য তা চরম দুর্ভোগের।

আমরা যখন কম্বল মুড়ি দিয়ে উষ্ণতার মাঝে ডুবে আছি একইসময় এসব শীতার্ত মানুষগুলো তখনো অপেক্ষায় আছে। আশায় আছে সমাজের স্বচ্ছল বিত্তবানরা তাদের পাশে দাঁড়াবেন, শীতের চরম কষ্ট থেকে তাদের বাঁচাবেন।

সমাজের বিত্তবানদের উদ্যেশে বলেন, আসুন সবাই মিলে চেষ্টা করি। শীতার্ত মানুষের গায়ে জড়িয়ে দিই এক টুকরো গরম কাপড়। আপনার সামান্য ত্যাগের বিনিময়ে শীতের কষ্ট থেকে মুক্তি পাবে একজন অসহায় মানুষ, একটি দরিদ্র পরিবার।


   আরও সংবাদ