ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ ভাদ্র ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

জাফলং ট্যুরিস্ট পুলিশের ওসি রতন শেখ পেলেন আইজিপি পদক


প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


জাফলং ট্যুরিস্ট পুলিশের ওসি রতন শেখ পেলেন আইজিপি পদক

   

গোয়াইনঘাট সিলেট থেকে রফিক সরকার : বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যটক স্থানের মধ্যে অন্যতম সিলেটের জাফলং। এখানে প্রতিনিয়তই দেশের বিভিন্ন এলাকা থেকে বেড়াতে আসে পর্যটক। সেই পর্যটকদের সার্বিক নিরাপত্তায় নিয়জিত রয়েছে জাফলং জোনের
ট্যুরিস্ট পুলিশ। 

এই জোনের ইনচার্জের দায়িত্বে রয়েছেন ওসি রতন শেখ। ওসি রতন শেখ জাফলং ট্যুরিস্ট পুলিশে দায়িত্ব নেওয়ার পড়ে, জাফলং বেড়াতে আসা পর্যটকদের নানা ভাবে সততা সাথে সেবা প্রধান করে আসছেন বলে জানান পর্যটক ও স্থানীয় জনসাধারণ। 

গত বছরের ডিসেম্বর মাসের ১০ তারিখ সারা দেশের ওসিদের মধ্যেও দেশ সেরা ওসি"র পুরুস্কারে ভূষিত হয়েছেন এই রতন শেখ। কয়েক দিনের ব্যবধানে ট্যুরিষ্ট পুলিশের ওসি রতন শেখ আরও একটি  আইজিপি পদক লাভ করেছেন।

পুলিশ সপ্তাহ উপলক্ষে রতন শেখ এ পদকে মনোনীত হন। গত ৭ই জানুয়ারী ঢাকা রাজারবাগ প্যারেড গ্রাউন্ড মাঠে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিনি বাংলাদেশ পুলিশের আইজিপি জাবেদ পাটোয়ারীর কাছ থেকে এ পদক গ্রহণ করেন।


   আরও সংবাদ