ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

ইজতেমার প্রভাব পড়তে শুরু করেছে বিমানবন্দর সড়কে


প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


ইজতেমার প্রভাব পড়তে শুরু করেছে বিমানবন্দর সড়কে

   

স্টাফ রিপোর্টার : আজ সকাল থেকেই বনানী, বিমানবন্দর-উত্তরা সড়কে যানবাহনের দীর্ঘ জট লক্ষ্য করা গেছে। সপ্তাহের অন্যদিনের তুলনায় বৃহস্পতিবার সড়ক একটু চাপ বেশি থাকে। কিন্তু আজ বিশ্ব ইজতেমা উপলক্ষে এর চেয়ে বেশি চাপ লক্ষ্য করা যাচ্ছে। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারী) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে যানবাহনের চাপ। এজন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ বলছে, ইজতেমা ঘিরে সারা দেশ থেকে মানুষজন আসতে শুরু করেছে। ফলে বাড়তি যানবাহনের চাপ পড়েছে রাজধানীতে।

ভুক্তভোগীদের কয়েকজন জানান, ভোর থেকেই বনানী-বিমানবন্দর সড়কে অন্যান্য দিনের চেয়ে যানজট শুরু হয়েছে। খুবই ধীর গতিতে গাড়ি চলাচল করছে। এর ফলে বনানী ফ্লাইওভার হয়ে মিরপুর সড়কেও যানজট ছড়িয়ে পড়েছে।

ট্রাফিক উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাইফুল হক জানালেন, ইজতেমা উপলক্ষে যানবাহনের বাড়তি চাপ রয়েছে। এর ফলে উত্তরা-বিমানবন্দর সড়কে যান চলাচলে ধীরগতি রয়েছে। তবে এ অবস্থা নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের বাড়তি সদস্য দায়িত্ব পালন করছেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করে যাচ্ছেন।


   আরও সংবাদ