ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ ভাদ্র ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

সদ্য নিয়োগপ্রাপ্ত ডাক্তারদের সঙ্গে উপজেলা চেয়ারম্যানের মত বিনিময়


প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


সদ্য নিয়োগপ্রাপ্ত ডাক্তারদের সঙ্গে উপজেলা চেয়ারম্যানের মত বিনিময়

   

গোয়াইনঘাট সিলেট থেকে রফিক : সিলেটের
গোয়াইনঘাটে সদ্য নিয়োগপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৫ জন ডাক্তারদের সাথে মত বিনিময় সভা করেছেন গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিব।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এ মতবিনিময়  সভায় অনুষ্টিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও.গোলাম আম্বিয়া কয়েছ, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেহান উদ্দিন, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, শাহাবুদ্দিন শিহাব প্রমুখ।

মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান নিয়োগ প্রাপ্ত সকল ডাক্তারদের উদ্দেশে্য বলেন, আপনাদের এটা মনে রাখতে হবে যে, সুস্থ্য মানুষ কিন্তু হাসপাতালে আসে না। মানুষ অসুস্থ হলেই ডাক্তারের কাছে চিকিৎসা নিতে আসে। তাই আমার অনুরোধ থাকবে উপজেলা প্রতিটি নাগরিক যেনো আপনাদের কাছে সু-চিকিৎসা পায়। এবং স্বাস্থ্য সেবার মান নিশ্চিতসহ, স্বাস্হ্য সেবা নিয়ে বিভিন্ন উন্নয়ন বিশদ আলোচনা হয়েছে।


   আরও সংবাদ