ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ ভাদ্র ১৪৩১, ৯ শাওয়াল ১৪৪৫

ডিএনসিসিতে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন


প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


ডিএনসিসিতে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

   

স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন যথাযথভাবে সম্পন্ন করার জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় মিরপুর সেকশন-১ এর নেকিবাড়িরটেক নগর মাতৃসদনে তিনি এ কথা বলেন।

ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদ্বোধনকালে ডিএনসিসির সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

এক নজরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ১১ জানুয়ারি কার্যক্রমঃ ৬ মাস থেকে ১১ মাস বয়সের শিশুর লক্ষ্যমাত্রা-  ৯০ হাজার ৬২৬ জন, ২২ জুন অর্জন ৭৭ হাজার ৮৪৯ (১০১.২৯%)।

১২ মাস থেকে ৫৯ মাস বয়সের শিশুর লক্ষ্যমাত্রা- ৪ লাখ ৮৯ হাজার ৫৬৪ জন, ২২ জুন ২০১৯ এর অর্জন ৩ লাখ ৯৯ হাজার ০৬৮ (৯৩.৯৮%)

মোট কেন্দ্র- ১ হাজার ৪৯৯ টি, মোট স্থায়ী কেন্দ্র- ৪৯টি, মোট অস্থায়ী কেন্দ্র- ১ হাজার ৪৫০টি, মোট স্বাস্থ্য কর্মী/স্বেচ্ছাসেবী- ২ হাজার ৯৯৮ জন

প্রথম সারির সুপারভাইজার- ১৮৩ জন, দ্বিতীয় সারির সুপারভাইজার-১০৩ জন, তদারককারী (কেন্দ্রীয়)- ১০ জন মোট লক্ষ্যমাত্রা ৫ লাখ ৮০ হাজার ১৯০ জন শিশু।

সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে তদাররিক জন্য কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ে ভিজিলেন্স টিম নিয়োজিত থাকবে।


   আরও সংবাদ