ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ ভাদ্র ১৪৩১, ৯ শাওয়াল ১৪৪৫

ইছামতি নদী দখলকারীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট


প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


ইছামতি নদী দখলকারীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

   

স্টাফ রিপোর্টার : পাবনা শহরের ভেতর দিয়ে প্রবাহিত ইছামতি নদী দখল ও দূষণকারীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। এবং ৯০ দিনের মধ্যে ওই তালিকা দাখিল করতে বলা হয়েছে।  

পাশাপাশি সিএস পর্চা অনুযায়ী নদীর সীমানা নির্ধারণ, দূষণ ও দখলমুক্ত করে দখলকারীদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। 

রোববার (১২ জানুয়ারি) এ সংক্রান্ত রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ রুল জারি করেন।  

ভুমি সচিব, পরিবেশ সচিব, পানি সম্পদ সচিব, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ১৬ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।  

এর আগে ইছামতি নদীর দখল, দূষণ নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। ওই সব প্রতিবেদন যুক্ত করে গত ৫ জানুয়ারি রিট দায়ের করে পরিবেশ বিদ আইনজিবী সমিতি- বেলা।


   আরও সংবাদ