ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ ভাদ্র ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করলেন নেপালের সেনাপ্রধান


প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করলেন নেপালের সেনাপ্রধান

   

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে সফররত নেপালের সেনাবাহিনী প্রধান জেনারেল পুর্না চন্দ্র থাপা সোমবার ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদৎবরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মৃৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর সেনাকুঞ্জে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার শেষে সেনাকুঞ্জে তিনি বৃক্ষরোপন করেন। 

এছাড়া, তিনি আজ সশন্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার (পিএসও) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

জেনারেল পুর্না চন্দ্র থাপা এর নেতৃত্বে ৫ সদস্যের নেপাল সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল ৪ দিনের রাষ্ট্রীয় সফরে গত ১২ জানুয়ারি ঢাকায় আসে। সফরকালে প্রতিনিধি দলটি বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করবেন। 

এছাড়াও তারা ন্যাশনাল ডিফেন্স কলেজ, ডিফেন্স সার্ভিস কমান্ড এন্ড স্টাফ কলেজ, কম্বাইন্ড মিলিটারি হসপিটাল (সিএমএইচ), বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি ও বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরি পরিদর্শন করবেন। সফর শেষে প্রতিনিধি দলটির আগামী ১৫ জানুয়ারি নিজ দেশে ফিরে যাবার কথা রয়েছে।


   আরও সংবাদ