ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

ঢাবি ভর্তি জালিয়াতির অভিযোগে ৬৩ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ


প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


ঢাবি ভর্তি জালিয়াতির অভিযোগে ৬৩ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ

   

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতির অভিযোগে ৬৩ জনকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও কমিটির সদস্য সচিব অধ্যাপক ড.একেএম গোলাম রব্বানী এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘মোট ৮৭ জনের বিরুদ্ধে প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছিল। এরমধ্যে ৬৩ জনকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। ৯ জনকে আগেই সাময়িক বহিষ্কার করা হয়েছিল। তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এছাড়া, বিভিন্ন সময় ছিনতাই ও মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও ১৩ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কেন তাদের স্থায়ী বহিষ্কার করা হবে না তা জানতে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। মুহসীন হলে অস্ত্রসহ আটক হওয়া চার জনকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটে এ বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।


   আরও সংবাদ