ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ ভাদ্র ১৪৩১, ৯ শাওয়াল ১৪৪৫

বঙ্গবন্ধুর ছবি বিকৃতির ঘটনায় যবিপ্রবির ভিসিসহ তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা


প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


বঙ্গবন্ধুর ছবি বিকৃতির ঘটনায় যবিপ্রবির ভিসিসহ তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা

   

স্টাফ রিপোর্টার : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৫ জানুয়ারি) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চ এ আদেশ দেন।

যবিপ্রবির ভিসি, রেজিস্ট্রার এবং জনসংযোগ কর্মকর্তার বিরুদ্ধে একমাসের মধ্যে ব্যবস্থা নিতে  মন্ত্রিপরিষদ সচিবকে বলা হয়েছে।

এর আগে ছবি বিকৃতির ঘটনায় গত বছরের ৪ নভেম্বর যবিপ্রবির ভিসি, রেজিস্ট্রার এবং জনসংযোগ কর্মকর্তা আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা করেছিলেন।


   আরও সংবাদ