ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

বিল্ডিং থেকে লাফিয়ে কনস্টেবলের আত্মহত্যা


প্রকাশ: ১৬ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


বিল্ডিং থেকে লাফিয়ে কনস্টেবলের আত্মহত্যা

   

স্টাফ রিপোর্টার : রাজধানীর শাহবাগ থানাধীন গুলিস্থান পুলিশ কন্ট্রোল রুমের ১নং বিল্ডিং থেকে লাফিয়ে পড়ে সুধাংশু কুমার বিশ্বাস (২৪) নামের এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছে। এসময় মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে বারোটায় শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন কুমার বিশ্বাস রাজার বাগ পুলিশ লাইন হাসপাতাল থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহে পুলিশ কন্ট্রোল রুমের এক নম্বর বিল্ডিং থেকে সকাল সাড়ে ১০টায় লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। পরবর্তীতে সেখান থেকে রাজার বাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে গেলে বেলা সাড়ে ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালমর্গে নিয়ে আসি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

মৃত সুধাংশু কুমার বিশ্বাস ঝিনাইদহ জেলা কালীগঞ্জ থানার খরাশনিগ্রামের শংকর কুমার বিশ্বাসের ছেলে। বর্তমানে পুলিশ কন্ট্রোলরুম পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।


   আরও সংবাদ